নিউজ ডেস্ক:
উত্তর কোরিয়ার মতো এবার সিরিয়া থেকেও পাল্টা হামলার হুমকি পেল আমেরিকা। কোন প্রকার নতুন হামলার পরিকল্পনা করলে দামাস্কাস এবং তার বন্ধু দেশগুলি যে তার যোগ্য জবাব দেবে এমনই বার্তা স্পষ্ট উঠে এল সিরিয়ার পক্ষ থেকে। নাম না করলেও বন্ধু দেশ হিসেবে রাশিয়া যে তাদের পাশেই রয়েছে তা পরিষ্কার করে দিয়েছেন সিরিয়া উপ-পররাষ্ট্রমন্ত্রী।
কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়, দেশটির রাজধানী দামাস্কাসে সংবাদমাধ্যমকে সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, যদি আমেরিকা সিরিয়ার ওপর হামলা করে তাহলে তা আশ্চর্যের কিছুই নয়। তিনি আরো জানান, এরকম আবার হলে আমেরিকা যেন এর ফল ভোগ করার জন্যও প্রস্তুত থাকে। সিরিয়ায় চলতে থাকা গৃহযুদ্ধের মধ্যেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে সরব মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি, সিরিয়ার কয়েকটি সেনা ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনী আক্রমণ চালিয়েছিল। তার পাল্টা হুমকি এসেছিল রাশিয়ার পক্ষ থেকে।