বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঈদে পাঁচ চমক !

নিউজ ডেস্ক:

ঈদকে সামনে রেখে নির্মাতা সৈকত নাসিরের তত্ত্বাবধায়নে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও, রিয়েলেটি শো এবং বিজ্ঞাপন। সেই ধারাবাহিকতায় ভিজ্যুয়ালাইজারের আয়োজনে এবং সিডি চয়েজের ব্যানারে নির্মিত হয়েছে কাজী শুভর মিউজিক ভিডিও ‘বউ এনে দে’।

গানটির গীতিকার রবিঊল ইসলাম জীবন। ড্যান্স আইটেম আর মাস্তি ফিউশন ঘরনার এই গানের মডেল হিসেবে রয়েছে চিত্রনায়িকা আইরিন, নবাগত সুপ্ত এবং রবিউল ইসলাম। এটি অচিরেই সিডি চয়েজের ইউটিউব চ্যনেলে মুক্তি পাবে বলে জানা গেছে।

অন্যদিকে বেলাল খানের গাওয়া আর সোমেশ্বর অলির লেখায় এবার ঈদে আসছে মিউজিক ভিডিও ‘বাড়ি ফেরা’। শিকড়ের টানে ঈদে ঘরমুখী মানুষের আকুতি আর প্রিয়জনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যাবে এই মিউজিক ভিডিওতে। এস এ প্রডাকশনের ব্যানারে নির্মিত এই গানটি সিলেটসহ দেশের মনোরম কিছু স্থানে চিত্রায়িত হয়েছে।

ডেথ মিউজিকের ব্যানারে সম্পূর্ণ নেপালে চিত্রায়িত গান ‘মাহিয়া’। গীতিকার প্রসেন আর কণ্ঠশিল্পী ফাহিম। রোমান্টিক এই গানটির মডেল হিসেবে আছে রাকা বিশ্বাস আর ফাহিম।

ইতালি আর জার্মানির টেলিভিশনের জন্য এসএ প্রডাকশনের ব্যানারে আরও নির্মিত হয়েছে ‘ক্রিসেন্ট ফুটওয়্যারের’বিজ্ঞাপন। মডেল হিসেবে রয়েছেন রবিউল ইসলাম।

এছাড়াও এ্যাড বক্সের ব্যনারে এই ঈদে আসবে মিনারের গান ‘আবার উড়তে শেখাও’। সঙ্গীতায়োজনে রেজোয়ান শেখ এবং সুর মিনার। এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে রয়েছে নবাগত সুপ্ত এবং সামিয়া অথৈ। এইসব আয়োজন ঈদ উপলক্ষে শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular