ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ !

0
28

নিউজ ডেস্ক:

কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদফেরা মানুষ। ঈদুল আজহা শেষে দেশের বিভিন্ন রেলস্টেশন থেকে ঈদফেরা মানুষের ঢাকামুখী আগমন শুরু হয়েছে।
সোমবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ঈদফেরা মানুষের ভিড় চোখে পড়ার মতো। তবে কমলাপুরে আসার আগেই ট্রেন অনেক ফাকা হয়ে যাচ্ছে। অনেকেই যাত্রীই নেমে যাচ্ছেন বিমানবন্দর স্টেশনে।

স্টেশনের তথ্য অনুযায়ি, ৪, ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ ফিরতি অগ্রিম টিকিট বিক্রি হয়েছিলো। বিশেষ ব্যবস্থাপনায় রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে এ অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছিলো। সকালে সুন্দরবন, ধুমকেতুসহ বেশ কয়েকটি ট্রেনে করে রাজধানীতে এসেছেন ঈদফেরা মানুষ। অন্যদিকে চারদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে চলাচল শুরু করবে মৈত্রী এক্সপ্রেস।