নিউজ ডেস্ক:
ইয়াবা পাচার বন্ধে মিয়ানমার সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃংখলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ফেনসিডিল পাচার বন্ধে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। ভারত সরকারের সহযোগিতার কারণে ফেনসিডিল পাচার কমেছে। কিন্তু ইয়াবা পাচার বন্ধের জন্য মিয়ানমারের কাছে সহযোগিতা চাওয়া হলেও সুফল পাওয়া যায়নি। তারপরও আমরা তাদের সাথে কথা বলে যাচ্ছি।
জঙ্গিবাদকে সারা বিশ্বের সমস্যা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে বিশ্বে কথা হচ্ছে ‘অল হিউম্যান আর নট টেরোরিস্ট, বাট অল টেরোরিস্ট আর মুসলিম। ‘ দেশে সক্রিয় সবাই দেশিয় জঙ্গি। এরা বাইরে থেকে আসে না, বাইরে থেকে এসে এখানে কাজ করে না।
সভায় মাদক ছাড়াও সাম্প্রতিক সময়ের জঙ্গি তৎপরতা বৃদ্ধি, যানজটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নূরে আলম মিনা প্রমুখ। বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।