ইসলামে কি নারীদের বাজারে যাওয়া কি ঠিক ?

0
40

নিউজ ডেস্ক:

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ১৯৫২তম পর্বে মেয়েদের বাজারে না যাওয়া উত্তম কি না, সে সম্পর্কে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : মেয়েদের কি যেকোনো ধরনের বাজারে না যাওয়াই উত্তম? এ ক্ষেত্রে মাহরামের কী পরিমাণ সহযোগিতা করার বিধান রয়েছে?

উত্তর : যেকোনো ধরনের বাজারে না যাওয়াই উত্তম, এটা শুদ্ধ নয়। বাজারে হয়তো কোনো কারণে যাওয়ার প্রয়োজন হতে পারে। তবে বাজার পরিহার করতে পারলে ভালো, কোনো সন্দেহ নেই। কারণ বাজার খুব ভালো জায়গা নয়। রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তায়ালার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ যেই স্থান সেটা হচ্ছে বাজারগুলো’ (সহিহ মুসলিম হাদিস)। কারণ বাজারের মধ্যে ফিতনা আছে, মিথ্যাচার আছে, ধোঁকাবাজি আছে, চালাকি আছে, ঠক আছে, খারাপ লোক আছে ইত্যাদি ইত্যাদি।

এই জন্য বাজারকে রাসুল (সা.) খুব বেশি উৎসাহিত করেননি। আর মেয়েরা যারা রয়েছে তাদের জন্য মোটেই উৎসাহিত করেননি। তাই বর্জন করাটা ভালো, কোনো সন্দেহ নেই।

কিন্তু প্রয়োজন থাকলে তো অবশ্যই বাজারে যেতে হবে এবং সেটা যদি আপনি বাধ্য হয়ে যান, তাহলে যথাসম্ভব, যতটুকু দরকার ততটুকু কাজ করেই বাজার থেকে চলে আসা উচিত। বাজারে গিয়ে ঘোরাফেরা করা, সময় নষ্ট করা, অনেকে দেখা যায় যে মেলায় যাচ্ছেন, এগুলো ইসলামী শরিয়া অনুযায়ী শুদ্ধ নয় বা সঠিক কাজ নয়।