বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন !

নিউজ ডেস্ক:

ঢাকার আশকোনাস্থ হাজী ক্যাম্পে ‘হজ বুথ’ স্থাপন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
গত শনিবার ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন বুথের উদ্বোধন করেন।

রোববার ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংকের হজ বুথের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খাবারের টাকা ফেরত দেওয়া, ডলার ও রিয়াল এনডোর্সমেন্ট, হজ গাইড বিতরণসহ প্রতি বছরের মতো বিভিন্ন সেবা দেওয়া হবে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও উন্নয়ন শাখার প্রধান আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান এএসএম রেজাউল করিম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হাজী ক্যাম্প শাখা প্রধান মো. খালেকুজ্জামান, হজ বুথ ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।

এ সময় মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন বলেন, হজ যাত্রীরা আল্লাহর মেহমান। তাদের সেবা দেওয়া পূণ্যের কাজ। গুরুত্ব ও আন্তরিকতার সাথে হজ যাত্রীদের প্রয়োজনীয় সেবা দিতে তিনি ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular