ইসরায়েলে আল জাজিরা বন্ধের ঘোষণা !

0
19

নিউজ ডেস্ক:

ইসরায়েলে আল জাজিরার সাংবাদিকদের ক্রেডেনশিয়াল বাতিলসহ চ্যানেলটির জেরুজালেম অফিস বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী আইয়ুব কারা।

স্থানীয় সময় রবিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে আয়ুব কারা বলেছেন, ‘ইসরায়েলে আল-জাজিরার সব কার্যালয় বন্ধ করে দেওয়া হবে এবং তাদের সাংবাদিকদের নিষিদ্ধ করা হবে।

’ মন্ত্রী বলেন, সুন্নি আরব দেশগুলোর আল জাজিরা বন্ধের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চ্যানেলটি সহিংসতার পক্ষের শক্তিগুলো ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে জেরুজালেম থেকে আল জাজিরার সাংবাদিক স্কট হেইডলার জানান, চ্যানেলটি আরবি ও ইংরেজি শাখার সব সাংবাদিকদের ক্রেডেনশিয়াল বাতিল করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী। কিন্তু এই অনুরোধ কার্যকর হবে কবে, তা সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। এছাড়া দেশটিতে আল জাজিরার স্যাটেলাইট সম্প্রচার বন্ধেরও উদ্যোগ নেয়া হচ্ছে।

উল্লেখ্য, ২৬ জুলাই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি জেরুজালেমে আল জাজিরার সম্প্রচার বন্ধ করতে চান। আল জাজিরা জেরুজালেমের উত্তেজনা নিয়ে স্পর্শকাতর সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগেও বেশ কয়েকবার আল জাজিরার বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ এনেছিলো ইসরায়েল।

সূত্র: আল জাজিরা ও রয়টার্স