সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫

ইসরায়েলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র–সরঞ্জাম বিক্রিতে ট্রাম্প প্রশাসনের অনুমোদন

মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে যে, তারা ইসরায়েলের কাছে ৭৪০ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে। এই অস্ত্রের মধ্যে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র থাকবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এই পরিকল্পনা প্রকাশ করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্যে, দুটি আলাদা অস্ত্র চালান অনুমোদনের জন্য কংগ্রেসে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে একটি ৬৭৫ কোটি ডলারের অস্ত্র প্যাকেজে ছোট ব্যাসের বোমা, ৫০০ পাউন্ড ওজনের বোমা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম থাকবে। আরেকটি প্যাকেজে ৩ হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্রের সরবরাহ হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular