নিউজ ডেস্ক:
ইরানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪০ জনে। স্থানীয় সময় রবিবার রাতে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে আহত হয়েছে আট হাজারের বেশি।
সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তত্পর হলেও তা পর্যাপ্ত নয়। ফলে ক্ষতিগ্রস্তরা কেবল সাহায্যের আবেদন জানাচ্ছেন। ইরানের প্রেসিডেন্ট ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। খবর বিবিসি’র
ভূমিকম্পে ইরানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেরমানশাহ এবং ইলাম প্রদেশ। প্রেসিডেন্ট হাসান রুহানি কেরমানশাহ এলাকা পরিদর্শন করে বলেছেন, ধ্বংস হয়ে যাওয়া বেশিরভাগ ভবনই সরকারি মালিকানাধীন। ত্রুটিপূর্ণ নির্মাণে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।