ইরানে বিক্ষোভকারীদের গ্রেফতার : যুক্তরাষ্ট্রের নিন্দা

0
17

নিউজ ডেস্ক:

ইরানে বিক্ষোভকারীদের গ্রেফতার করায় যুক্তরাষ্ট্র শুক্রবার নিন্দা জানিয়েছে। দেশটির দূর্বল অর্থনীতির প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন করলে এসব বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, বৃহস্পতিবার প্রথমদিনের বিক্ষোভ চলাকালে ইরানের দ্বিতীয় বৃহত্তম নগরী মাশাদ থেকে ৫২ জনকে গ্রেফতার করা হয়। এ দিনের পর বিক্ষোভ রাজধানী তেহরানসহ দেশের অন্যান্য নগরীতেও ছড়িয়ে পড়ে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইরানের বিভিন্ন নগরীতে নাগরিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে সরকারের দুর্নীতি ও দূর্বল আর্থিক ব্যবস্থার এবং সন্ত্রাসবাদকে অর্থের যোগান দেয়ার প্রতিবাদ জানায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারের এ ধরনের কর্মকান্ডের নিন্দা জানান।