নিউজ ডেস্ক:
মধ্য প্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরান। চলতি বছরের মার্চে দেশটি থেকে তেল আমদানি বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। ইরান থেকে মূলত অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বাড়িয়েছে তারা।
প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মার্চে দক্ষিণ কোরিয়া গত বছরের মার্চের তুলনায় ১১৮ দশমিক ৮ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করে। আর চলতি বছরের ফেব্রুয়ারির তুলনায় পণ্যটির আমদানি বেড়েছে ৩৮ দশমিক ৩ শতাংশ। এর মধ্য দিয়ে বছরের প্রথম প্রান্তিকে ইরানের দ্বিতীয় বৃহৎ আমদানিকারকে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার শুল্ক বিভাগের তথ্যমতে, চলতি বছরের মার্চে ইরান থেকে দৈনিক পাঁচ লাখ ৩৪ হাজার ৩৬৮ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১১৮ দশমিক ৮ শতাংশ বেশি। আর ফেব্রুয়ারির তুলনায় তা ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
চলতি বছরের প্রথম তিন মাসে ইরান থেকে দৈনিক চার লাখ ৬৩ হাজার ২৩৪ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে দক্ষিণ কোরিয়া, যা ২০১৬ সালের প্রথম তিন মাসের তুলনায় ৯২ দশমিক ৪ শতাংশ বেশি।
মার্চে ইরান থেকে জ্বালানি তেল আমদানি বাড়লেও কমেছে সৌদি আরব থেকে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে ২ দশমিক ৬ শতাংশ জ্বালানি তেল কম আমদানি করেছে দক্ষিণ কোরিয়া। ফেব্রুয়ারিতে সৌদি আরব থেকে সব মিলে ৩৬ লাখ ১০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছিল দেশটি। একইভাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে ২০১৬ সালের একই সময়ের তুলনায় সৌদি আরব থেকে ১০ শতাংশ জ্বালানি তেল কম আমদানি করেছে দক্ষিণ কোরিয়া।
চলতি বছরের প্রথম তিন মাসে সৌদি আরব থেকে এক কোটি ৪ লাখ ৪০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে দেশটি। গত বছরের প্রথম তিন মাসে সৌদি আরব থেকে সব মিলে এক কোটি ১৬ লাখ ১০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিল দক্ষিণ কোরিয়া।
সূত্র: প্রেস টিভি