নিউজ ডেস্ক:
রাজধানীর বনানীতে অভিনেত্রীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি বাহাউদ্দীন ইভানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ জামিন নামঞ্জুর করেন।
ইভানের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ ফারুক জামিনের শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ইভানের সঙ্গে বাদীর ১১ মাস আগে ফেসবুকে পরিচয়। আর তাদের চার মাসের প্রেম। বাদী বিবাহিত। রাত সাড়ে ১০টার সময় তিনি আসামির বাসায় এলেন কেন ?
তিনি আরো বলেন, বাদিনী বলেছেন, ইতিপূর্বে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছেন ইভান। আগে ধর্ষণ করলে নেশা জাতীয় দ্রব্য সেবন করে ধর্ষণ করবেন কেন? এটি সাজানো মামলা। তাকে ফাঁসানো হয়েছে। আমরা তার জামিন মঞ্জুরের প্রার্থনা করছি।
প্রসঙ্গত, গত ৬ জুলাই বিকেলে র্যাব-১ ও ১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৪ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার ইভান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার অভিযোগে তরুণী বলেন, জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ ও বিয়ের আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ৪ জুলাই রাত ৯টার দিকে তাকে বাসায় যাওয়ার জন্য বলে ইভান। তিনি যেতে না চাইলে ইভান তার মায়ের পরিচয় দিয়ে এক নারীর সঙ্গে আলাপ করিয়ে দেন।
এরপর ওই তরুণী রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন বাসায় কেউ নেই। এরপরই সেখান থেকে তিনি চলে আসতে চান। কিন্তু ইভান তাকে জোর করে রেখে দেয়। রাতের খাবারের পর নেশাজাতীয় কিছু একটা খাওয়ানোর পর ইভান তাকে ধর্ষণ করে। রাত সাড়ে ৩টার দিকে ওই তরুণীর ভ্যানিটি ব্যাগ রেখে দিয়ে তরুণীকে বাসা থেকে বের করে দেওয়া হয়।