রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ইবিতে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

শুভ, ইবি প্রতিনিধি:

সনাতনী ধর্মাবলম্বীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপন ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে ‘পূজা উদযাপন পরিষদ’ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পংকজ রায় মনোনীত হয়েছেন।

আজ সোমবার (২০ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. অরবিন্দ সাহা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ জনের গঠিত কমিটি ঘোষণা করা হয়। আগামী ৬ মাস এই কমিটি দায়িত্ব পালন করবেন।

কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছে সুমন বিশ্বাস, পিন্টু লাল দত্ত, সুকান্ত দাস। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অনির্বাণ সরকার, তন্ময় ঘোষ, রিয়া বসাক, স্বপন রায়, মনিকান্ত বিশ্বাস, রবি শঙ্কর, স্বপন রায়, স্বপ্না রানী মন্ডল, দীপ কুন্ডু, উত্তম কুমার পাল, প্রান্ত কুমার কুন্ডু, শুভ্র ভৌমিক, তুর্য বিশ্বাস, দীপ সাহা ও আর্য পাল রয়েছে। এছাড়াও কোষাধ্যক্ষ বাস্তব বসাক, সহ-কোষাধ্যক্ষ রাম কৃষ্ণ চৌধুরী, তুষার বিশ্বাস, দ্বীপ জয় মল্লিক, পূজা দত্ত, শ্যামল দাস। সাংগঠনিক সম্পাদক সুদীপ রায়, দপ্তর সম্পাদক দিব্য সরকার, প্রচার সম্পাদক আকাশ চন্দ্র বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক সোমা সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজল কুমার রায়।

এছাড়াও মন্দির বিষয়ক সম্পাদক তপন কুমার পাল, সহ-মন্দির বিষয়ক সম্পাদক সুবংকর রায়, লক্ষ্মণ রায়, সঞ্জয় পাহান, অনিক গোস্বামী,অভিষেক সরকার, অনন্যা বিশ্বাস, প্রিয়া মন্ডল, ত্রিশা রায়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক পংকজ রায় বলেন, পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা । এ বছর পূজার এই আনন্দঘন মুহূর্তে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আমাদের সমাজের প্রতিটি মানুষ যেন ঐক্য, ভালোবাসা এবং সৌহার্দ্যের মাধ্যমে একত্রিত হতে পারে, এই কামনাই করি। পূজা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ। এই পবিত্র সময়ের মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ মনকে শান্ত করি এবং সমাজে ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। দেশ ও জাতি সকলের মঙ্গল কামনা করি, এবং ঈশ্বরের আশীর্বাদে সকলের জীবন বয়ে আসুক অনাবিল আনন্দ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular