নিউজ ডেস্ক:
রেসিং গেম ‘নিড ফর স্পিড’ বা এনএফএস ফ্র্যাঞ্চাইজির নতুন সংস্করণ ‘এনএফএস পেব্যাক’ বাজারে আসছে আগামী ১০ নভেম্বর।
গেমটির ডিলাক্স এডিশনের ক্রেতারা নতুন সংস্করণের উত্তেজনা উপভোগের সুযোগ পাচ্ছেন ৭ নভেম্বর থেকে। ইলেকট্রনিক আর্টস (ইএ) এর পক্ষ থেকে সম্প্রতি গেমটি বাজারে আনার তারিখ ও মূল্য সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়।
আগে থেকে অর্ডার দিয়ে রাখা হলে প্লেস্টেশনে খেলার জন্য এনএফএস পেব্যাক সংগ্রহে মার্কিন গ্রাহকদের খরচ হবে ৬০ ডলার। ভারতীয়দের জন্য প্লেস্টেশনে গেমটি খেলতে খরচ পড়তে পারে তিন হাজার ৯৯৯ রুপি। আর বাংলাদেশিদের জন্য সাড়ে ৪ হাজার টাকারও বেশি।
মোস্ট ওয়ান্টেড, দ্য রান ও আন্ডারকভারের মতো ধারাবাহিকতায় এনএফএসের নবতম সংস্করণ পেব্যাকের গল্পও বেশ সমৃদ্ধ হবে বলে অনুমান করা হচ্ছে।
আগের সংস্করণগুলোর মতোই এটিতেও কার ব্যাটল, কপ পারস্যুট ও সেট পিসের ছড়াছড়ি থাকবে বলে ধারণা করা হচ্ছে। নতুন সংস্করণে সবার আগে রেস শেষ করা বা ব্ল্যাকলিস্টে শীর্ষস্থান দখলের দর্শন থেকে সরিয়ে এনেছে ইএ।
সূত্র: দ্য ভার্জ