বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আশুলিয়ায় বাস উল্টে পথচারী নিহত, আহত ১০ !

নিউজ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বুধবার বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল। তবে তিনি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

পুলিশ জানায়, গাজীপুরের চন্দ্রা থেকে পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুলিয়ার নবীনগরে যাচ্ছিল। পলাশবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে বাসটি সড়কের উপর উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। এবং আহত হন বাসের ১০ যাত্রী। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular