আশকোনায় আত্মঘাতি হামলায় আহত শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়!

0
37

নিউজ ডেস্ক:

রাজধানীর আশকোনায় এক নারী জঙ্গির আত্মঘাতি বিস্ফোরণে আহত শিশু সাবিনার (৪) অস্ত্রপচারের পর অবস্থা কিছুটা উন্নতি হলেও সে শঙ্কামুক্ত নয়। ৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত ভাবতে পারছেন না।
গতকাল শনিবার রাতেই সাবিনার শরীরের বিভিন্ন অংশে আপারেশন করেন চিকিৎসকরা। সাবিনা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন আছে।

ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগের চিকিসক ডা. মোস্তাক আহমেদ জানান, ‘স্প্লিন্টারের আঘাতে সাবিনার পাকস্থলিতে ৫/৬টি ফুটো হয়েছিল। তার বাম হাতও ভেঙে গেছে এবং শরীরে বিভিন্ন স্থানে কাটা-ছেড়া আছে। শনিবার রাতেই তার অপারেশন করা হয়। তার রিকভারি ভালো। তবে ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিভাবে কিছু বলা যাবে না।’

আজ রোববার সকালে সাবিনা চিকিৎসকদের সাথে কিছু কথাও বলেছে উল্লেখ করে তিনি জানান, ‘আমরা তার কাছ থেকে তথ্য জানার চেয়ে তার সুস্থতার দিকটিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। বয়সের তুলনায় তার আঘাত খুব বেশি।’

তিনি আরো জানান, ‘সাবিনার খোঁজ নিতে তার স্বজনদের মধ্যে কেউই যোগাযোগ করেনি।’

ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগের আরেক চিকিৎসক ডা. জেসমিন নাহার জানান, সাবিনা এখনো আশঙ্কামুক্ত নয়। তার বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। এজন্য ৫/৬ দিন সময় লাগবে। কর্তব্যরত ডাক্তার-নার্সরা পরম মমতায় তার সেবা করছে বলে জানান তিনি।

গত শুক্রবার মধ্যরাতে রাজধানীর আশকোনার ‘সূর্য ভিলা’ নামে একটি বাড়িতে উগ্রবাদীদের অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল ৯টার দিকে দুই নারী দুটি শিশুসহ আত্মসমর্পন করে। তখনো তিন তলা ওই বাড়ির নিচ তলায় অবস্থান করছিলেন তিনজন। দুপুরের দিকে এক নারী উগ্রবাদী শিশু সাবিনার হাত ধরে বাসা থেকে বেরিয়েই তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। এতে ওই নারী উগ্রবাদী ঘটনাস্থলে মারা যান। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শিশু সাবিনাকে দ্রুত নিয়ে যাওয়া হয় ঢামেক হাসপাতালে।