বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

আ’লীগের নির্বাহী সদস্য কল্পনা ও সাবেক এমপি প্রফেসর মান্নানকে ফুলের শুভেচ্ছা

নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে।

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌর নির্বাচনের স্থগিত দু’টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান রিটনের নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণার জন্য মেহেরপুরে পৌঁছিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা প্রফেসর আব্দুল মান্নান। ঢাকা থেকে গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে তারা মেহেরপুর পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেয় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ, সদর থানা শ্রমিক লীগ, শহর শ্রমিক লীগ ও মেহেরপুর পৌর শ্মশান কমিটি।
এসময় উপস্থিত ছিলেন জেলা অওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, জেলা স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, শহর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ইবনে মামুন, স্বেচ্ছা সেবকলীগ নেতা আকাশ পারভেজ শুভ, রানা, মামুন, জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডালিম খান, সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর শ্রমিক লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, জেলা বাস্তহারা লীগের সহসভাপতি রাহুল হোসেন রাখা, পৌর শ্মশান কমিটির সভাপতি কাজল দত্ত, সহসভাপতি মধুচন্দ্র, যুগ্ম সম্পাদক বুদু, কোষাধ্যক্ষ সুখদেব প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন চলাকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে পৌরসভার ৭ নং ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসারে আবেদনের প্রেক্ষিতে জেলা নির্বাচন অফিস ওই দু’টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন। আগামী ৮ মে ওই দু’টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular