বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আলিয়া হলেন চোখ ধাঁধানো ফ্ল্যাটের মালকিন, কত দাম জেনে নিন !

নিউজ ডেস্ক:

আর কিছুদিনের মধ্যেই রণবীর কপূরের সঙ্গে বাগদান পর্ব সারতে চলেছেন আলিয়া ভট্ট। বি-টাউনে কান পাতলে এমনই শোনা যাচ্ছে। আর বাগদানের ঠিক আগেই বিলাসবহুল একটি ফ্ল্যাট কিনে ফেলেছেন আলিয়া।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মুম্বইয়ের জুহুতে বড় অঙ্ক খরচ করে এই ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভট্ট। ২৩০০ বর্গফুটের এই ফ্ল্যাটটি কিনতে মোট ১৩.১১ কোটি টাকা খরচ করতে হয়েছে আলিয়াকে। এছাড়াও স্ট্যাম্প ডিউটির জন্য ৬৫.৫৫ লক্ষ টাকা দিয়েছেন আলিয়া। ৯ জানুয়ারি এই ফ্ল্যাটটির রেজিস্ট্রি করেছেন নায়িকা। এই ফ্ল্যাটটির ইন্টেরিয়র সাজিয়েছেন ডিজাইনার রিচা বেহল।

প্রতিবেদনটি থেকেই জানা গিয়েছে, এই ফ্ল্যাটের দাম বাজারে ৭.৮৬ কোটি টাকা। আলিয়া প্রায় দ্বিগুণ দামে এই বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছেন। এছাড়াও আলিয়ার জুহুতে আরও দু’টি বাড়ি রয়েছে। জুহুরই এক বহুতলের তিনতলায় দু’টি ফ্ল্যাট রয়েছে আলিয়ার। একটির দাম ৫.১৬ কোটি টাকা এবং অন্যটি ৩.৮৩ কোটি টাকা।

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘গলি বয়’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত আলিয়া। 

Similar Articles

Advertismentspot_img

Most Popular