বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আলমডাঙ্গায় ধর্ষক হবিবুর শাহের বিচারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার ডাউকিতে ১৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষক হবিবুর শাহের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে স্কুলের ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন করে। এদিকে, হবিবুর শাহের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে মামলার বাদীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই শিশুকন্যার পিতা।
জানা গেছে, আলমডাঙ্গার ডাউকি গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে হবিবুর শাহের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ৮ অক্টোবর ওই স্কুলছাত্রীর পিতা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ডাউকি গ্রামের হবিবুর শাহের (৬০) কাছে তাঁর চাচাতো ভাইয়ের নাতনি ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী গান শিখত। এ সুযোগে হবিবুর তাঁকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে। এ অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হবিবুর শাহকে আটক করতে না পারলেও ধর্ষণের সহযোগিতা করার অভিযোগে আব্দুর রাজ্জাকের স্ত্রী শিশুকন্যার চাচি-সম্পর্কিত হাজেরা খাতুনকে তাঁর জামাইবাড়ি আনন্দধাম থেকে আটক করে। হবিবুর শাহ ও তাঁর আরেক মুরিদ ছকিনা খাতুন পলাতক রয়েছেন। তাঁদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত হবিবুর শাহের বিচারের দাবিতে গতকাল সোমবার ওই স্কুলছাত্রীর সহপাঠীরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে। শিক্ষার্থীরা হবিবুর শাহের ফাঁসির দাবিসহ বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। এদিকে, ওই শিশুকন্যার পিতার করা মামলা তুলে নিতে অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই শিশুকন্যার পিতা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular