গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা পরিকল্পনা অভিযোগে পুলিশি অভিযান
নিউজ ডেস্ক: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে ১জনসহ মোট ৯ জনকে আটক করেছে। জানা যায়, এসআই শাহিন গোপন সংবাদের ভিত্তিতে ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয় গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে জামায়াত নেতা রফিকুল ইসলামকে (৪৬) নাশকতার পরিকল্পনা করার অপরাধে আটক করেছে। তার নামে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, এসআই লিয়াকত, এসআই জিয়াউল হক, এসআই আশিক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হাপানিয়া গ্রামের মুকছার আলীর ছেলে মারামারি মামলার আসামি চান্দ আলী, একই গ্রামের মনছের আলীর ছেলে কপিল উদ্দিনকে আটক করে। এছাড়াও বেগুয়ারখাল গ্রামের আব্দুল জব্বারের ছেলে কাসেদ আলী, একই গ্রামের মকছেদ আলী, আইনাল হক, জহুরুল হককে আটক করে। এরা সকলে ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ভোলার মোড়ের ইসলাম উদ্দিন ফটুর ছেলে আমির হোসেনকে জিআর মামলায় আটক করেছে। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গতকাল চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, গত সোমবার আটককৃত জেহালা গড়গড়ি গ্রামের আদিলকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে গতকাল চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।