আলমডাঙ্গার ওসমানপুরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মতিয়ার রহমান বুদো নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতার মতিয়ার রহমান বুদো (৫৭) ওসমানপুর গ্রামের মৃত ফকির চান মন্ডলের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল ইসলাম খান ও সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এসজিপি’র নেতৃত্বে ওসমানপুর গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মতিয়ার রহমান বুদোর নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।