আলমডাঙ্গায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায়, পথচারী বৃদ্ধা নিহত

0
2

সাকিব আল হাসান :

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জামেলা খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৮ নভেম্বর) সন্ধার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

নিহত জামেলা খাতুন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের মৃত. রমজানের স্ত্রী।

এর আগে, শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে নিজ বাড়ীর সামনে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়ক দিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন জামেলা খাতুন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল জামেলা খাতুনকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় জামেলা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম নিশ্চিত করে বলেন, বেলা ১টার পর সড়ক দূর্ঘটনায় আহত জামেলা খাতুনকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এ দিন সন্ধার দিকে চিকিৎসারত অবস্থায় ঘোষনা করা হয়।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছিলেন। পরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। অভিযোগ না থাকায় আবেদনের পরিপেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এদিকে, শুক্রবার রাতে ময়নাতদন্ত ছাড়ায় জামেলা খাতুনের মরদেহ নিজ গ্রাম নিয়ে আসলে নেমে আসে শোকের ছাড়া। স্বজনদের কান্নায় আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠে। বাদ ইশার পর জানাযার নামায শেষে স্থানীয় কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়েছে বলে নিহতের পরিবারের সুত্রে জানা গেছে।