আলমডাঙ্গায় চার মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

0
25

নীলকন্ঠ ডেক্সঃ

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে চার মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আলমডাঙ্গা পৌর এলাকার রেল স্টেশন পাড়ায় ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস। দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর এলাকার মৃত আক্কেল আলীর মেয়ে মুন্নি (৪৭), একই এলাকার নিজাম আলীর মেয়ে লিজা খাতুন (২২), মৃত খলিলুরের ছেলে খাইরুল (৪৬) এবং রেজাউল ইসলামের ছেলে রুবেল (২৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আলমডাঙ্গা রেল স্টেশনপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ টাপেন্টাটল ট্যাবলেট সেবনের সময় মুন্নি, লিজা খাতুন, খাইরুল ও রুবেলকে হাতেনাতে আটক করে। আটকের পরে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯ এর (ক), (খ), (গ)৩৬ এর (১)এর সারণী ২১ ধারায় আটককৃত চার মাদক ব্যবসায়ীকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৮০০ টাকা জরিমানা করেন। পরে উপস্থিত জনসাধারণের সম্মুখে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয় এবং অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।