জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে আলমডাঙ্গার মেসার্স উত্তরা ট্রেডার্স (প্রাঃ) লিমিটেডকে দেড় লাখ টাকা জরিমানা করেছে। আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের খাওয়ার অযোগ্য সানসাইন ভূষি ও মেসার্স পদ্মা ফ্লাওয়ার মিলসের জোড়া মহিষ ভুষি এক সাথে মিশিয়ে প্যাকেটজাত করার গুরুতর অভিযোগে গতকাল রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, মেসার্স উত্তরা টেডার্স (প্রাঃ) লিমিটেডে অভিযান চালিয়ে সার, চাউল ও ভূষির গোউনের নানা অনিয়মের অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে। অভিযানে সারের গোডাউনে গিয়ে দেখা য়ায়, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করছে। একই গোডাউনে গো-খাদ্য ও রাসায়নিক সার রেখে ব্যবসা। গোডাউনে মেয়াদোত্তীর্ণ আটা, গম রেখে দিয়েছে। খাবারের অযোগ্য আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সানসাইন ভূষি ও মেসার্স পদ্মা ফ্লাওয়ার মিলসের জোড়া মহিষ ভূষি এক সাথে মিশিয়ে প্যাকেটজাত করা হচ্ছে। মেসার্স উত্তরা টেডার্স(প্রাঃ) লিডিটেড নামী দামি কোম্পানীর মোড়কে প্যাকেট জাত করা ভূষি বাজারে বেশি লাভে বিক্রয় করে। এ সকল অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ অভিযান পরিচালনা উত্তরা মেসার্স উত্তরা টেডার্স (প্রাঃ) লিমিটেডকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জরিমানার টাকা পরিষদ করেন উত্তরা ট্রেডার্স (প্রাঃ) ম্যানেজার সুশিল কুমার বিশ্বাস।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ উত্তরা ট্রেডার্স (প্রাঃ) লিমিটেডের ম্যানেজার সুশীল কুমার বিশ্বাস সকল কর্মচারীকে এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন।