নিউজ ডেস্ক:
ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠন শুনানির তারিখ আগামী ১০ সেপ্টেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন আসামিপক্ষের সিনিয়র আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু অসুস্থ থাকায় অভিযোগ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। সময়ের আবেদন করেন এম. জুয়েল আহম্মদ ও মুরাদুজ্জামান।
শুনানি শেষে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ ১০ সেপ্টেম্বর ঠিক করেন।
এর আগে গত ২২ মার্চ ঢাকা সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া। এরপর মামলাটি বিচারের জন্য সিএমএম আদালত থেকে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হয়। অভিযোগপত্রে আরাফাত সানীর সঙ্গে নাসরিন সুলতানার বিয়ে হয় বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, অভিভাবকদের না জানিয়ে ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে করেন আরাফাত সানী ও নাসরিন সুলতানা। নাসরিন বিভিন্ন সময় বিয়ের বিষয়টি অভিভাবকদের জানিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে তুলে নেওয়ার জন্য বলেন। কিন্তু সানী তার কথা না শুনে বিভিন্ন বিষয়ে ভয়ভীতি দেখান। গত বছর ১২ জুন রাতে সানী নাসরিনের নাম এবং মোবাইল নম্বর ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি থেকে নাসরিনের আসল আইডিতে অন্তরঙ্গ অশ্লীল ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠান এবং নাসরীনকে নানারকম হুমকি দিতে থাকেন। এরপর গত ২৫ নভেম্বর রাতে সানী নাসরিনের নগ্ন ছবি তার ফেসবুকে পাঠিয়ে আরো ভয়াবহ অবস্থা দেখার জন্য অপেক্ষা করতে বলে হুমকি দিতে থাকে।
ওই ঘটনায় গত ৫ জানুয়ারি আরাফাত সানীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন নাসরিন সুলতানা। আরাফাত সানীর বিরুদ্ধে নাসরিন সুলতানা নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে আরো দুটি পৃথক মামলা দায়ের করেন।