আরও জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র-রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক !

0
21

নিউজ ডেস্ক:

আরও জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্টের পদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মনে করা হচ্ছিল, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। কিন্তু সেই আশা আপাতত অন্ধকারে চলে গেল।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি দু’‌টি রুশ দপ্তর বিনা শর্তে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। দু’‌দেশের কূটনীতিকদের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই দাবি জানিয়েছে রাশিয়া।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জড়িত থাকার অভিযোগে ওই দপ্তর দু’‌টি গত বছর ডিসেম্বরে বন্ধ করে দিয়েছিলো ওবামা প্রশাসন। পাশাপাশি, ৩৫ জন রুশ কূটনীতিককেও বহিষ্কার করা হয়েছিলো। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য এবং প্রকাশ্য দিবালোকে ডাকাতির’‌ মতো ঘটনা বলে দাবি করেছেন।

তিনি বলেন, অন্যদেশের সম্পত্তি দখল করে নেওয়াটাকে আর কী বলা যায়। সম্পত্তি ফেরত দেয়ার ক্ষেত্রে তারা এমন আচরণ করছে যেন দপ্তরগুলো ওদের নিজেদের সম্পত্তি। এটা ভদ্রতা নয়।