বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

আমির খানের আরেক ছেলের সন্ধান !

নিউজ ডেস্ক:

বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে। সম্প্রতি বলিউড পাড়ায় কানাঘুষা শোনা যাচ্ছে, ফের প্রেমে পড়েছেন আমির। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই সামনে এল ফের নতুন একটি বিতর্ক। শোনা যাচ্ছে, আমিরের নাকি জেসিকা হিনস নামের একজন প্রেমিকা ছিল। শুধু তাই নয়, তাদের নাকি পুত্র সন্তানও রয়েছে। সেই পুত্রের নাম “জান”।

সূত্রের খবর, জেসিকা পেশায় ব্রিটিশ সাংবাদিক। ‘গুলাম’ ছবিটি করার সময় জেসিকার সঙ্গে আলাপ হয়। সেই প্রথম দেখাতেই প্রেমে পড়েন আমির। তারপর নাকি জেসিকার সঙ্গেই থাকতে শুরু করেন। সবকিছু বেশ ভালোই চলছিল। হঠাৎই গর্ভবতী হয়ে পড়েন জেসিকা। জেসিকার প্রেগন্যান্সির কথা আমির জানতে পেরে তাকে গর্ভপাত করার পরামর্শ দেন। সেই সঙ্গে সম্পর্কের কথা কাউকে বলতে বারণ করেন আমির। তার কথায় মর্মাহত হন জেসিকা। এরপর আমিরের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দেশ ছাড়েন জেসিকা।

স্টারডাস্ট নামে একটি পত্রিকা থেকেই প্রথম এই খবর ছড়িয়ে পড়ে। ২০০৫ সালে ওই পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট থেকে আমির ও জেসিকার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তারপরই শুরু হয় তোলপাড়। যদিও কিছুদিন পর থেমে যায় সেই বিতর্ক। তারপর ভোগ ম্যাগাজিনে জানের ছবি প্রকাশিত হওয়ার পর ফের শুরু হয় বিতর্ক।

বর্তমানে উইলিয়াম টালবোট নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে সংসার করছেন জেসিকা। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular