রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

আমার শেষ ইচ্ছা আমি যেন রংপুরের মানুষের সেবা ও উন্নয়ন করে যেতে পারি: এরশাদ

নিউজ ডেস্ক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রংপুরের উন্নয়নে জাতীয় পার্টি সব সময়ে প্রস্তুত। আমি মৃত্যুর আগ পর্যন্ত রংপুরের উন্নয়ন করে যাব- এটা আমার ওয়াদা। আমার শেষ ইচ্ছা আমি যেন রংপুরের মানুষের সেবা ও উন্নয়ন করে যেতে পারি।

শনিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন (রসিক) কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি সিটির বর্ধিত এলাকাকে ট্যাক্সের আওতায় না আনার জন্য রসিকের মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামীতে রংপুর সিটি করপোরেশনকে (রসিক)কীভাবে উন্নয়ন করা যায় তার চেষ্টা চালিয়ে যাব।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, রংপুর নগরীর অনেক এলাকায় রাস্তাঘাট নেই। বিদ্যুৎ নেই। এখনও কৃষিজামি পড়ে আছে। মানুষের তেমন আয়-রোজগার নাই। বেশির ভাগ মানুষ স্বল্প আয়ের ওপর নির্ভর। বর্ধিত এলাকার বেশির ভাগ এলাকায় কাঁচা রাস্তা। অনেক এলাকায় পয়োনিষ্কাশন ব্যবস্থা নেই। কোনো নাগরিক সুবিধা নেই। তাই সেখানকার জনগণের ট্যাক্স মওকুপেরও কথা তিনি বলেন।

সরকার থেকে যে বারাদ্দ দেয়া হয় তা দিয়ে সিটি করপোরেশনের কোনো উন্নয়ন হয় না বলেও মন্তব্য করেন সাবেক এ রাষ্ট্রপতি।

রংপুরকে আরও সুন্দর নগরী হিসেবে দেখতে চাই উল্লেখ করে তিনি বলেন, শ্যামা সুন্দরী খাল এখন ময়লা আবর্জনার স্তূপে ভরে গেছে। এই খালে পানিপ্রবাহ নেই। এই খালের পেছনে অনেক টাকা খরচ হয়েছে।

রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, মেজর (অব.) খালেদ আক্তার বক্তব্য রাখেন।

এ সময় মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা যুবসংহতির সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক, কাউন্সিলর তৌহিদুল ইসলাম, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু, রসিক নবনির্বাচিত কাউন্সিলর ও রসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর বিকাল সাড়ে ৫টায় এসএ গ্রুপের তিন তারকা ‘ গ্রান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্স সেন্টার’ কেক ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাবেক এ রাষ্ট্রপতি। সেখানে তাকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular