বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

আবারও যমজ সন্তানের মা হচ্ছেন সেলিনা !

নিউজ ডেস্ক:

ফের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। এবারও নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন সাবেক এই মিস ইন্ডিয়া। এবছর অক্টোবরে ডেলিভারি ডেট দিয়েছেন চিকিত্সকরা।

৩৫ বছর বয়সী সেলিনার দুটি যমজ পুত্র সন্তান রয়েছে। ৫ বছর বয়সী তাদের নাম উইনস্টোন এবং ইরাজ। তার মধ্যে আবারও যজম সন্তানের খবর।

এ প্রসঙ্গে সেলিনা জানিয়েছেন, প্রথমে তাঁর স্বামী এবং তিনি যখন জানতে পারেন ফের যমজ সন্তানের জন্ম হবে, তখন তাঁরা ঘাবড়ে যান। খবর পিটিআইয়ের।

তারপরই সেলিনা এবং তাঁর হোটেল ব্যবসায়ী স্বামী পিটার হ্যাগ এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। তাঁরা মনে করেন, ঈশ্বর কয়েকজনকেই এই বিশেষ সুযোগ দেন, এবং তাঁরা বাবা-মা হিসেবে সফলভাবেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। সেলিনা জানিয়েছেন, তাঁর স্বামীও তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁকে অনেক বেশী সময় দিচ্ছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular