বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

আবারও উত্তপ্ত দক্ষিণ চীন সাগর, ফ্রিগেট ও যুদ্ধবিমান মোতায়েন !

নিউজ ডেস্ক:

আবারও উত্তপ্ত হয়ে উঠছে বিতর্কিত দক্ষিণ চীন সাগর। জানা গেছে, বিরোধপূর্ণ এই এলাকার কাছে মার্কিন ফ্রিগেটের চলাচল ঠেকাতে দু’টি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার এবং একটি গাইডেড-ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট পাঠিয়েছে বেইজিং।

ইরানি গণমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ারের আচরণকে চীন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুয়িং। এতে চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, উভয় দেশের অগ্রবর্তী ব্যক্তিদের জীবন এতে হুমকির মুখে পড়েছে।

এর আগে তিন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস চ্যাফি দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জের ১৬ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে গেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular