আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর হামলায় ১৫ তালেবান জঙ্গি নিহত

0
16

নিউজ ডেস্ক:

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের সংঘাতপূর্ণ ইমাম সাহিব জেলায় সামরিক অভিযানে কমপক্ষে ১৫ তালেবান জঙ্গি নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে। সেখানে বিগত তিনদিনেরও বেশী সময় ধরে সামরিক বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। শনিবার প্রদেশের সেনা মুখপাত্র আব্দুল খলিল একথা জানান। খবর সিনহুয়ার।
সরকারি সূত্র জানায়, চলতি অভিযানে এ জেলার বিভিন্ন গ্রাম থেকে তালেবান জঙ্গিদের উৎখাত করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য হতাহতের সংখ্যা উল্লেখ না করে ওই কর্মকর্তা বলেন, গোলযোগপূর্ণ এ জেলা থেকে জঙ্গিরা সমূলে বিতাড়িত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দুই তালেবান যোদ্ধা নিহত ও অপর তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এ যুদ্ধে আট সৈন্য নিহত হয়েছে বলে তিনি দাবি করেন। সেখানে যুদ্ধ এখনো চলছে।