বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আফগানিস্তানে তালেবানদের আত্মঘাতি বোমা হামলায় ৬ পুলিশ নিহত !

নিউজ ডেস্ক:

আফগানিস্তানের হুমবি পুলিশ সদর দপ্তরের কাছে শুক্রবার তালেবানদের এক আত্মঘাতি বোমা হামলায় ৬ পুলিশ নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। খবর এএফপি’র।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে মাইয়ান জেলা এলাকায় পুলিশের উপর কয়েক দফা হামলা চালায়। আফগান তালেবানরা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
কান্দাহার পুলিশের মুখপাত্র গোরজানং আফ্রিদি বলেন, হামলায় ৬ জন পুলিশ নিহত ও ৪ জন আহত হয়েছে। হতাহতরা সবাই স্থানীয় পুলিশ ইউনিটের সদস্য। বলে বার্তা সংস্থা এএফপি জানায়।
পুলিশ সদস্যরা জানায়, বিস্ফোরণে বিকট শব্দ হয়। পুলিশ কার্যালয়ের অনেক দূর থেকে এই শব্দ শোনা গেছে। হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular