বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আফগান বাহিনীর বিশেষ অভিযানে ১৮ জঙ্গি নিহত !

নিউজ ডেস্ক:

আফগানিস্তানে দুটি প্রদেশে গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে ১৮ জঙ্গি নিহত হয়েছে। আজ বুধবার আফগান স্পেশাল ফোর্সের কমান্ড এক বিবৃতিতে একথা জানায়।

বিবৃতিতে বলা হয়, সৈন্যরা পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের অচিন জেলায় জঙ্গি আস্তানায় হামলা চালিয়ে ইসলামিক স্টেটের ১৬ জঙ্গিকে হত্যা করেছে।

এদিকে রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার পূর্বে নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ নগরী থেকে বিশেষ বাহিনীর সদস্যরা আইএসের দুই সদস্যকে আটক করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, পৃথক অভিযানে ‘আফগান স্পেশাল ফোর্সের সদস্যরা তালেবান জঙ্গিগোষ্ঠীর দুই জঙ্গিকে হত্যা ও ১৪টি মোটরসাইকেল আটক করেছে। একই সময় কান্দাহার প্রদেশের দক্ষিণাঞ্চলের চিনারতো এলাকায় এ অভিযান চালানো হয়। ’

এই অভিযানে বিশেষ বাহিনীর সদস্যরা জঙ্গিদের কবল থেকে ৩২ বেসামরিক লোককে মুক্ত করেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular