রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

আটক সরকারবিরোধী আন্দোলনকারীদের মুক্তির দাবিতে নিকারাগুয়ায় বিক্ষোভ !

নিউজ ডেস্ক:

আটক সরকারবিরোধী আন্দোলনকারীদের মুক্তির দাবিতে নিকারাগুয়ার রাজধানীতে বুধবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। গত চার মাসে এই সরকার বিরোধী বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিক্ষোভকারীরা ‘রাজনৈতিক বন্দিদের মুক্তি চাই’ বলে শ্লোগান দেয়।
তারা ৭২ বছর বয়সী সাবেক গেরিলা নেতা প্রেসিডন্ট ড্যানিয়েল ওরতেগার পদত্যাগের দাবি জানায়। তিনি গত ১১ বছর ধরে দেশটির ক্ষমতা আঁকড়ে আছেন।
গত মাসে একটি আইন পাশ হয়েছে। এর আওতায় বিক্ষোভকারীদের সন্ত্রাসবাদের অভিযোগ এনে ২০ বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে।বিক্ষোভকারীরা আইনটির বিরোধীতা করে আসছে।
আইনটি ওরতেগার বিরোধী মতকে দমনের একটি অংশ হিসেবে মনে করা হচ্ছে।
এপ্রিল মাসের মাঝামাঝি থেকে নিকারাগুয়া সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে আছে।
বিক্ষোভকারীদের ওপর পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সহিংস হামলায় তিন শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।
নিকারাগুয়া সেন্টার ফর হিউম্যান রাইটস জানায়, সরকার বিরোধী বিক্ষোভের অভিযোগে ওরতেগা সরকার প্রায় ৫শ লোককে জেলে আটকে রেখেছে। এদের মধ্যে ১৮০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular