চুয়াডাঙ্গায় স্বাস্থ্যমন্ত্রীর আগমনে সদর হাসপাতাল সেজেছে নতুন সাজে
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সেজেছে নতুনরুপে। মন্ত্রীর আগমনে বদলে গেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিত্র। সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার ছাপ। নতুন রঙ্গে দেয়াল ঝকঝক করছে। চিকিৎসকরা সাদা অ্যাপ্রোন এবং নার্সরা তাদের নির্ধারিত পোশাক পরিধান করে দায়িত্ব পালন করছেন। আজ দীর্ঘদিনের চুয়াডাঙ্গাবাসীর অপেক্ষমান ২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রীর আগমন উপলক্ষে সাজসজ্জা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চুয়াডাঙ্গা আসছেন আজ। তিনি ঢাকা থেকে আকাশ পথে যশোর হয়ে সড়ক পথে চুয়াডাঙ্গা পৌঁছানোর পর দুপুর ২টায় চুয়াডাঙ্গা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ১৪ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে তিনি ফের সড়ক পথে যশোরের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন। দীর্ঘদিন সংস্কার বঞ্চিত ১০০ শয্যার হাসপাতালটিতে উন্নীত হয় ২৫০ শয্যায়। যত্রতত্র ময়লা আবর্জনা হাসপাতালের বৈশিষ্ট্য হলেও বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। গত এক সপ্তাহ ধরে হাসপাতাল জুড়ে চলেছে সাঁজসজ্জার কাজ। গতকাল রাতে হাসপাতালে ঘুরে দেখা গেছে, সাজসজ্জার শেষ করতে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। হাসপাতালের নতুন ভবন পর্যন্ত সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফকফকা করা হয়েছে। এদিকে, হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন হলেও কার্যক্রম কবে শুরু হবে তা নিয়ে অনিশ্চিত জেলাবাসী। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, ইতোমধ্যে হাসপাতালের ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি কাজগুলো আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে।
১/২