নিউজ ডেস্ক:
আওয়ামী লীগকে ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগামীতে আমরা পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব।’
আজ শুক্রবার ভোলার বাংলা স্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘শেখ হাসিনার সরকার অনেক উন্নয়ন কাজ করেছে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকলেও উন্নয়নের রাজনীতিতে আমরা আওয়ামী লীগের সঙ্গে একমত। আমাদের উদ্দেশ্য একটাই- বাংলাদেশের উন্নয়ন করা, জনগণের উন্নয়ন করা, বাংলাদেশকে সমৃদ্ধ করা।’
বিগত বিএনপি নেতৃত্বাধীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মানুষকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, পুড়িয়ে মেরেছে- এমন সরকার আমাদের প্রয়োজন নেই। চাই সেই সরকার, যে সরকার জনগণের পাশে থেকে উন্নয়ন করবে।’
জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্যে ইসলামিক দলগুলোসহ ৩০টি দল নিয়ে মহাজোট করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে আমরা এ সরকারের বিরুদ্ধে।’
এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপিসহ অন্যরা।