নিউজ ডেস্ক:
বনানী থানায় দায়ের করা তথ্য-প্রযুক্তি (আইসিটি) আইনে মডেল-উপস্থাপিকা তুলনা আল হারুন ও তার ছোট ভাই লায়েক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে তাদের বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন।
জানা গেছে, মামলার বাদী তাদেরই এক সহকর্মী মডেল। তবে তার পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানায় বনানী থানা পুলিশ। বনানী থানা সূত্রে জানা গেছে, প্রযুক্তি ব্যবহার করে সামাজিকভাবে হেয় করার দায়ে বাদী এ মামলা দায়ের করেন।
মামলার বিস্তারিত জানতে চাইলে আব্দুল মতিন বলেন, বুঝেন না ভাই, আইসিটি আইনে কেন মামলা হয়?
মডেল তুলনা আল হারুন নাট্যব্যক্তিত্ব প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ভাতিজী। ২০০৭ ‘ইউ গট দ্যা লুক’ নামের এক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিনোদন মিডিয়ায় নাম লেখান তিনি। ওই বছরই তিনি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। তিনি বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। এছাড়া র্যাম্প মডেল ও কয়েকটি টেলিভিশনে অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেছেন।