নিউজ ডেস্ক:
চলতি সপ্তাহে ঘোষণা আসতে পারে নতুন আইফোনের। কিন্তু কি নাম হবে সেই আইফোনের? এতদিন যাবৎ ‘আইফোন ৮’ -এর কথা শোনা গেলেও নতুন একটি সূত্রের মতে আইফোনের দশম বার্ষিকীতে অবমুক্ত সংস্করণের নাম হতে যাচ্ছে আইফোন এক্স (iPhone X)| মূলত: আইওএস ১১ ফার্মওয়্যার বিশ্লেষণ করে এই নামের সন্ধান পেয়েছেন আয়ারল্যান্ডের হ্যাকার স্টিভেন।
আইফোন ৮ কিংবা আইফোন এক্স যে নামেই আসুক, অ্যাপলের নতুন এই ফ্ল্যগশিপ ফোন মূল্যের দিক থেকে অতীতের সকল আইফোনের রেকর্ড ভেঙ্গে দিতে পারে। আবার উৎপাদন প্রক্রিয়ায় ত্রুটির কারণে আইফোনের উৎপাদন নির্ধারিত সময়ের চেয়ে একমাস পিছিয়ে আছে বলে রিপোর্ট করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্ণাল। আর এ সংবাদ প্রকাশের অব্যবহিত পরেই অ্যাপলের শেয়ারদর আধা শতাংশ কমে গিয়ে দাঁড়ায় ১৬১ মার্কিন ডলারে। ফলে নির্ধারিত সময়ে অবমুক্ত করলেও অ্যাপলের নতুন আইফোন শুরুতেই সরবরাহ সংকটে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।