বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আইফোন সেভেনের চেয়ে বড় হবে আইফোন ৮ !

নিউজ ডেস্ক:

আইফোন ৮ এর ফিচারে বেশ কিছু পরিবর্তন নিয়ে আগামী সেপ্টেম্বরে ক্রেতাদের সামনে হাজির হচ্ছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, অ্যাপলের ১০ বছর পূর্তিতে বেশ কিছু চমক থাকবে।

তবে প্রাথমিকভাবে জানা গেছে, আইফোন সেভেনের চেয়ে আকারে বড় হবে আইফোন ৮। আর নতুন এ ভার্সনটির মূল্য হতে পারে ১ হাজার ডলার ( প্রায় ৮০-৮২ হাজার টাকা)। সেপ্টেম্বরের শুরুর দিকেই উন্মোচন হতে পারে এ ফ্লাগশিপটির।

আইফোন ৮-এ থাকছে,  কিনার থেকে পুরো স্ক্রিনের বাঁকানো ওএলইডি ডিসপ্লে। জেট ব্ল্যাক রঙের ফোনটিতে উজ্জ্বল কালো রঙের কেসিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্যানকেক স্ক্যানিং প্রযুক্তি, স্ক্রিনে ওয়াইডস্ক্রিন ও ভলিউম বাটন, কার্বন ফাইবার কাঠামো, তারহীন চার্জিং প্রযুক্তি, এফ/১.৭ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল ক্যামেরা।
সূত্র: আইটি প্রো

Similar Articles

Advertismentspot_img

Most Popular