অ্যাপলের নতুন স্মার্টঘড়িতে ফোনকল সুবিধা !

0
32

নিউজ ডেস্ক:

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল চলতি বছরের শেষ দিকে তাদের ঘড়ির নতুন একটি সংস্করণ আনতে যাচ্ছে। আর এ ঘড়ি দিয়েই সরাসরি ফোনকল করা যাবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, নতুন অ্যাপল ঘড়ির কয়েকটি সংস্করণে এলটিই চিপ ব্যবহার করা হবে। এর ফলে আইফোনের সঙ্গে সংযোগ স্থাপন না করেই কল করার পাশাপাশি আরো কিছু কাজ করা যাবে।

বর্তমানে অ্যাপল ঘড়ি দিয়ে বার্তা পাঠাতে, দিকনির্দেশনা পেতে এবং মিউজিক স্ট্রিমিংয়ের জন্য আইফোনের সঙ্গে সংযুক্ত করে নিতে হয়। কিন্তু ডিভাইসটির নতুন সংস্করণে আইফোন ছাড়াই এ কাজগুলো করা যাবে। নতুন অ্যাপল ঘড়ির জন্য এলটিই মডেম চিপ সরবরাহ করবে ইন্টেল করপোরেশন।

অ্যাপলের পক্ষ থেকে এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। বিষয়টি ঘিরে অবশ্য অ্যাপলের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।