1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
অ্যাপলের নতুন ডিভাইস ও সেবা ! | Nilkontho
২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | শনিবার | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
অন্যায়ভাবে কাউকে হত্যা, ইসলামে শাস্তির বিধান কী তেজপাতা ভেজানো পানির উপকারিতা মাতারবাড়ী তাপ বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির পাহাড় ভারতে পাচারকালে ২২ মণ ইলিশ জব্দ ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা রক্ষায় ড. ইউনূসকে সামিট গ্রুপের চিঠি পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে: তথ্য উপদেষ্টা ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত দাম বাড়েনি এমন কোন ফল নেই খুলনাসহ সাত বিভাগে বইছে তাপপ্রবাহ ঝিনাইদহে ২০১৩-২০১৬ সাল পর্যন্ত ৩০ জনকে বিচারবহির্ভূত হত্যা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে, নিহত ১ ঢাবিতে ‘দলীয় রাজনীতি’ বন্ধ, সমন্বয়করা কি কার্যক্রম চালাতে পারবে? কুয়ালালামপুরে আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশ শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আজ, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত শেষ মিনিটের গোলে ভারতের কাছে হারলো বাংলাদেশ জাপানের অনুকরণে পুলিশ বাহিনী সংস্কারের প্রস্তাব পাহাড় অশান্ত, সবাইকে শান্ত থাকার আহ্বান অপটিক্যাল ফাইবারের ক্যাবল পুড়ে ব্রডব্যান্ড বন্ধ রাঙামাটিতে বায়তুল মোকাররম মসজিদে কী ঘটেছিল? দুই খতিব যা বললেন

অ্যাপলের নতুন ডিভাইস ও সেবা !

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০১৭

নিউজ ডেস্ক:

অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) অনুষ্ঠিত হয়েছে গত ৫ থেকে ৯ জুন। এবারের সম্মেলনে বেশকিছু নতুন হার্ডওয়্যার ও সেবার ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরি সমর্থিত হোমপড, আইওএস, ওএস এক্স, অ্যাপল পে, ম্যাকওএস, অ্যাপল টিভি অ্যাপ, অ্যাপল ঘড়ির জন্য সফটওয়্যার হালনাগাদ, আইপ্যাড প্রোর নতুন সংস্করণ সহ নতুন ম্যাকবুক প্রোর ঘোষণা দিয়েছে অ্যাপল।

হোমপড
ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরি সমর্থিত হোম স্পিকার হোমপড ডিভাইসটি বাসাবাড়িতে মিউজিক শোনার যে প্রচলন ছিল তাকে পুনরুজ্জীবিত করতে পারে। এটি কাজ করবে অ্যাপল মিউজিকের সঙ্গেও। হোমপড দিয়ে মেসেজ পাঠানোসহ সংবাদ হালনাগাদ পাওয়া যাবে। সিলিন্ডার আকৃতির হোমপড স্পিকারের উচ্চতা ৭ ইঞ্চি। ডিভাইসটিতে অ্যাপলের এ৮ চিপ ব্যবহার করা হয়েছে। ওয়্যারলেস এ স্পিকারের অডিও মান ব্যবহারকারীর মন কাড়বে। ডিসেম্বর থেকে এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বাজারে সরবরাহ শুরু হবে। স্পিকারটির মূল্য ৩৪৯ ডলার।

আইম্যাক
ডেভেলপার কনফারেন্সে নতুন আইম্যাক ও আইম্যাক প্রো উন্মোচন করেছে অ্যাপল। এগুলো আইম্যাক সিরিজের সবচেয়ে শক্তিশালী ডিভাইস। কারণ নতুন ডিভাইসগুলোয় ইন্টেল ক্যাবি লেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। নতুন প্রজন্মের আইম্যাকের মডেলগুলোর মূল্য এক হাজার ৯৯ ডলার এবং আইম্যাক রেটিনা ৫কে ২৭ ইঞ্চি সংস্করণের মূল্য এক হাজার ৭৯৯ ডলার। ডিভাইসগুলো চলবে ম্যাকওএস হাই সিয়েরা অপারেটিং সংস্করণে।

ম্যাকবুক ও ম্যাকবুক প্রো
ডব্লিউডব্লিউডিসির শুরুর দিন নতুন ম্যাকবুক ও ম্যাকবুক প্রোর ঘোষণা দিয়েছে অ্যাপল। ফোর্স টাচ ট্র্যাকপ্যাড-সংবলিত ম্যাকবুক প্রো ১০ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ দেবে। স্থানীয় বাজারের জন্য ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রোর সব ডিভাইসের মূল্য ১ হাজার ২৯৯ ডলার। অ্যাপল ডটকমে ম্যাকবুক, ম্যাকবুক প্রো ও ম্যাকবুক এয়ারের হালনাগাদ সংস্করণগুলোর প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু হয়েছে। ডিভাইসগুলো ফিজিক্যাল স্টোরের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে।

আইপ্যাড প্রো
বহু প্রত্যাশিত ১০ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড প্রো উন্মোচন করেছে অ্যাপল। একই সঙ্গে ১২ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে। উভয় ডিভাইস চলবে আইওএস ১০ অপারেটিং সিস্টেমে। তবে ডিভাইস দুটি আইওএস ১১তে হালনাগাদ করা যাবে। চলতি মাস শেষেই নতুন আইপ্যাড প্রোর সরবরাহ শুরু হবে। আইপ্যাড প্রোর ১০ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে সংস্করণের মূল্য ৬৪৯ ডলার এবং ১২ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লে সংস্করণের মূল্য ৭৯৯ ডলার। ওয়াই-ফাই ও সেলুলার সংযোগ সুবিধা এবং অভ্যন্তরীণ মেমোরির ওপর ভিত্তি করে ডিভাইসগুলোর একেকটি সংস্করণের মূল্য একেক রকম ধরা হয়েছে।

অ্যাপল ওয়াচওএস ৪
অ্যাপল ওয়াচের অপারেটিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। অ্যাপল ওয়াচের পরবর্তী সংস্করণ ওয়াচওএস ৪-এ অ্যাপলের ডিজিটাল সহকারী সিরির ওপর ভিত্তি করে একটি চেহারা থাকবে, যা ব্যবহারকারীর ক্যালেন্ডার, অবস্থান এবং আরো কিছু তথ্যের ওপর ভিত্তি করে পরামর্শ দেবে।

আইওএস ১১
ডব্লিউডব্লিউডিসিতে আইওএস ১১ অপারেটিং সিস্টেম সংস্করণে বেশকিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে, অপারেটিং সিস্টেমটির ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরিতে উল্লেখযোগ্য হালনাগাদ আনা হয়েছে। এর ফলে বক্তব্য অনুবাদের সক্ষমতা পেয়েছে সিরি। এ ছাড়া নারী-পুরুষের ভয়েস শনাক্ত ও নির্দেশনা দেয়ার বিষয়ে আরো স্বতন্ত্র হয়ে উঠেছে সিরি। পরিবর্তন আনা হয়েছে এর ইন্টারফেসে। আইওএস ১১তে ‘ডু নট ডিস্টার্ব হোয়াইল ড্র্রাইভিং’ ফিচার যুক্ত করা হয়েছে। পাশাপাশি ইনডোর ম্যাপিং এবং অ্যাপল ম্যাপসের উন্নয়ন করা হয়েছে। আইওএস ১১-এর হালনাগাদ সংস্করণ সেপ্টেম্বরে নতুন আইফোনের সঙ্গে উন্মোচন করা হতে পারে।

মনুমেন্ট ভ্যালি
২০১৪ সালের জনপ্রিয় একটি ধাঁধার গেম মনুমেন্ট ভ্যালির নতুন সংস্করণ মনুমেন্ট ভ্যালি ২ আইওএস অপারেটিং সিস্টেমে নিয়ে এসেছে অ্যাপল। গেমটি জায়গা নেবে ৮২৯ মেগাবাইট। মনুমেন্ট ভ্যালি দুই খেলার জন্য আইওএস ৯.০ অথবা এর পরের সংস্করণ ব্যবহার করতে হবে। এটি খেলা যাবে আইফোন, আইপ্যাড এবং আইপড টাচ ডিভাইসে। গেমটির মূল্য ৪০০ ডলার।

ম্যাকওএস
ম্যাকওএসের একটি হালনাগাদ সংস্করণ উন্মোচন করেছে অ্যাপল। এর ফলে অ্যাপল টিভিতে অ্যামাজন প্রাইম ভিডিও দেখা যাবে। ম্যাকওএসের হালনাগাদ সংস্করণটিকে বলা হচ্ছে ‘হাই সিয়েরা’। এতে যুক্ত করা হয়েছে দ্রুতগতির সাফারি ব্রাউজার। বিজ্ঞাপন ব্লক ও অটোপ্লে ব্লক করার সুবিধা রয়েছে। ম্যাকওএসের হালনাগাদ সংস্করণে নিরাপত্তার বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।
আইমেসেজ অ্যাপ
একসময়ের জনপ্রিয় মেসেজিং অ্যাপ আইমেসেজ অ্যাপ ফিরিয়ে আনাটা কতটা বুদ্ধিমানের কাজ হবে, তা বলাটা এখন বেশ কঠিন। তবে অ্যাপল এতে কিছু পরিবর্তন নিয়ে আসছে, যা হয়তো আগের চেয়ে আরো সহজ করে তুলবে আইমেসেজকে। এর মাধ্যমে টাকাও পাঠানো যাবে অ্যাপল পে ব্যবহার করে।

হালনাগাদ অ্যাপ স্টোর
ডেভেলপার সম্মেলনে ঢেলে সাজানো অ্যাপ স্টোর উন্মোচন করেছে অ্যাপল। গেমের জন্য ডেডিকেটেড ট্যাব এবং বিভিন্ন অ্যাপের জন্য টুডে নামে একটি ট্যাব রাখা হয়েছে। অ্যাপ স্টোরে প্রবেশ করলেই প্রথমে নজরে আসবে এ দুই ট্যাব। বর্তমানে বিশ্বের ১৫৫টি দেশের অ্যাপ ডেভেলপার অ্যাপ স্টোরের জন্য অ্যাপ উন্নয়ন করছেন। বর্তমানে এটিকে দেখতে অনেকটা অ্যাপল নিউজের মতো লাগছে। অ্যাপ স্টোরে ‘ট্যুডে’ এবং আলাদাভাবে গেম এবং অন্যান্য অ্যাপের জন্য ট্যাব চালু করা হয়েছে।

সিরির নতুন কণ্ঠ
সিরি পাচ্ছে নতুন কণ্ঠ। মূল উদ্দেশ্য সিরিকে আরো বাস্তব ও প্রাকৃতিকধর্মী করার। এখন থেকে সিরিকে অনুবাদ করার কাজেও ব্যবহার করা যাবে। এ ছাড়া ব্যবহারকারীর ক্যালেন্ডার, অবস্থান, ফোনে সম্পাদিত বিভিন্ন কাজের মাধ্যমে সিরি একজন ব্যক্তিগত সহকারীর মতো বিভিন্ন বিষয়ে সজাগ করে দিতে পারবে।

অ্যাপল ম্যাপস
অ্যাপল বিভিন্ন শপিংমল এবং এয়ারপোর্টের ম্যাপ যুক্ত করছে। পাশাপাশি ‘ডুু নট ডিস্টার্ব’ নামে একটি সুবিধা যোগ করছে, যার মাধ্যমে গাড়ি চালানোর সময় বিভিন্ন নোটিফিকেশন ও বার্তা আসা বন্ধ করা যাবে।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:৩৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪১
  • ১২:০১
  • ৪:২১
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৫২

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বু বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০