অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা নিয়ে রায় মঙ্গলবার !

0
31

নিউজ ডেস্ক:

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ পিছিয়ে আগামীকাল মঙ্গলবার নির্ধারণ করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন পুনর্নির্ধারণ করেন।

এর আগে গত সোমবার অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষে আজকের জন্য দিন ধার্য করেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট আবেদনটি দায়ের করেন।