নিউজ ডেস্ক:
রাজধানীর শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও মাইক্রোবাসসহ ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মতিয়ার রহমান (৩৮), মোঃ ফেরদৌস সরদার (৩৮), মোঃ ইসমাইল হোসেন (৪৫) ও মোঃ হাবিবুর রহমান (৪০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১ টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি, ১টি ডিবি জ্যাকেট, ১ জোড়া হ্যান্ডকাপ, ১টি ওয়ারলেস সেট, ১টি লাঠি ও ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
১১ জুন’১৮ সন্ধ্যা ছয়টার দিকে শাহআলীর নবাবের বাগ উত্তর পাড়া বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি (পশ্চিম) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী, পেশাদার খুনি দমন টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পেশাদার ডাকাত দলের সদস্য। তারা গ্রেফতারকৃত মতিয়ার রহমানের নেতৃত্বে মিরপুর বেরিবাঁধ এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করত। পবিত্র ঈদকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের টার্গেট করে নগদ অর্থসহ সর্বস্ব লুটে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা রুজ হয়েছে।