অস্তিত্বের কারণেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে : কাদের

0
15

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিক আত্মহত্যার পরিবর্তে অস্তিত্বের কারণেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে।’
তিনি সোমবার সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীমের ক্ষমতার উৎস জনগণ, আর বিএনপির ক্ষমতার উৎস বুলেট। তারা যখন নির্বাচনে জিতে তখন সুষ্ঠু হয়, আর যখন হেরে যাওয়ার আশঙ্কা থাকে তখন সুষ্ঠু না হওয়ার প্রচারণা চালা।
তারা ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে ২০১৪ সালের পুনরাবৃত্তি করবেন না বলেও তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চলমান শৈতপ্রবাহে এ জেলার সৈয়দপুরে ৩ হাজার ২শ’ শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল ও ৫শ’ করে টাকা বিতরণ করেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, সংসদ সদস্য সুজিত কুমার নন্দি, নুরুল ইসলাম সুজন ও মোজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপত্বি করেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু।