অষ্টম ও নবম শ্রেনীর ৪০০ টাকা রেজিস্ট্রেশন ফি আদায় করতে স্কুলে সমাবেশ

0
12

নিউজ ডেস্ক:বিশ্ব জুড়ে করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার কুশনা ইউনিয়নের জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেনীর শিক্ষার্থীদের স্কুলে সমাবেশ। এ ব্যাপারে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে ভিডিও বার্তায় তারা বলেন, গতকাল ১০ তারিখ বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মোছাঃ আক্তার জাহান রেজিস্ট্রেশন ফি বাবদ ৪০০ টাকা নিয়ে ১১ তারিখ(শনিবার) অধ্যয়নরত সকল অভিভাবককে ফোন করে ছাত্র-ছাত্রীদেরকে বিদ্যালয়ে আসার জন্য বাধ্য করেন। ঝিনাইদহ প্রশাসনের কাছে অভিভাবকরা জানালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে ফোনে আলাপ করেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না এবং তিনি কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন ‘আমি রান্না ঘরে রান্না করছি’ এমন পরিস্থিতিতে এই শিক্ষার্থীদের মধ্যে যদি কোভিড ১৯ কোরনার সংক্রমণ দেখা যায় তবে এর দায়ভার কে নেবেন?? বিষয়টি নিয়ে ব্যাবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার অভিভাবক মহল।