নিউজ ডেস্ক:
ভারতের কৃষ্ণনগরের তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা তাপস পালকে শুক্রবার গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা সিবিআই। সকাল থেকে ৪ ঘণ্টা জেরা করার পর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, তাপস পাল বেশ কয়েকমাস রোজভ্যালি ফিল্ম ডিভিশনের ডিরেক্টর পদে ছিলেন। তার স্ত্রীও রোজভ্যালি সংস্থার একটি টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। রোজভ্যালি থেকে একাধিকবার তাপস পাল টাকা নিয়েছিলেন বলে প্রমাণ পেয়েছে সিবিআই। তার স্ত্রীও ওই সংস্থা থেকে একাধিকবার টাকা নিয়েছিলেন। তবে এসব অভিযোগ প্রথমে অস্বীকার করেন তাপস।
গত মঙ্গলবার তাকে নোটিস পাঠায় সিবিআই। আজ সল্টলেকের সিবিআই দফতরে হাজিরা দিলে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হন তৃণমূলের এই সংসদ সদস্য। এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী নন্দিনী পাল এবং এক আইনজীবী। জানা গেছে, তাপস পালকে ভূবনেশ্বরের আদালতেই তোলা হবে।