নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ব্যক্তিকে জরিামান করেছেন মোবাইল কোর্ট। গতকাল রোববার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা গেছে, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কিছু প্রভাবশালীদের যোগসাজশে কুলতলা গ্রামের কমিউনিটি ক্লিনিকের পেছনে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম। সংবাদ পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা ঘটনাস্থলে যেয়ে বালু উত্তোলন বন্ধসহ মেশিন ভাঙচুর করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তরিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।