বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অপহরণ মামলায় সরোজগঞ্জ যাদবপুরের ওহাব আটক

নিউজ ডেস্ক:চাচা শ্বশুরের মেয়েকে অপহরণের মামলায় চুয়াডাঙ্গা সরোজগঞ্জ যাদবপুরের ওহাব (২৬) নামে একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা ৭টার পর বঙ্কিরা পুলিশের সহায়তায় আলমডাঙ্গা গোবিন্দপুর মাঝেরপাড়া থেকে তাকে আটক করা হয়। পরে আটককতৃ আসামীকে উক্ত মামলায় আটক দেখিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী যাদবপুর গ্রামের জিয়াউর রহমানের নাবালিকা মেয়েকে গত মাসের ৯ তারিখে অপহরণ করে জিয়াউর রহমানের বড় ভাইয়ের জামাই ওহাবসহ তার লোকজন। ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে সালামত বাজার ও সাহেবনগর মাঠের মাঝে ছোট ব্রীজ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় মেয়ের পিতা জিয়াউর রহমান বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ওহাবসহ তার পিতা মাতা ও ভাইকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের এসআই ভবতোষ রায় কয়েকদিন পর চুয়াডাঙ্গা ইসলামপাড়া এলকার জনৈক ব্যক্তির বাড়ি থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেন। এ ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বঙ্কিরা ক্যাম্প পুলিশের সহায়তায় আলমডাঙ্গা গোবিন্দপুর মাঝেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে যাদবপুর গ্রামের জুম্মতের ছেলে ওহাবকে আটক করা হয়। উক্ত মামলায় আটক দেখিয়ে আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular