বাংলাদেশ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এসময় আদালত মন্তব্য করেন, ‘দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ হিসেবে মেনে নিয়েছে, তাই এ বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।’
আদালত বলেন, ‘সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর, জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতেই এ সরকার বৈধভাবে কাজ করছে। তাই এ নিয়ে কোনো ধরনের বিতর্ক বা সংশয় থাকতে পারে না।’
এর আগে রিটকারীরা সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, তবে আদালত তাদের আবেদন খারিজ করে দেয় এবং সরকারের বৈধতার বিষয়টি নিশ্চিত করে।