অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার !

0
40

নিউজ ডেস্ক:

পুলিশি হয়রানির প্রতিবাদে সারাদেশে ঢাক‍া মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতির ডাকা অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সংগঠনটি।

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমিতির সভাপতি মো. মমিন আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা জেনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। যেহেতু আমরা মানবসেবার সঙ্গে জড়িত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন, তাই আমরা এ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

এর আগে, শনিবার বিকেলে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দেওয়া হয়। ঘোষণার সময় জানানো হয়, শনিবার দিনগত রাত ১২টা থেকে একযোগে অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু হবে।